২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৩৭৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। একইদিন সকালে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ফয়সল কাদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের ঘোষণা দেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সিলেটে সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ছয় জনের মনোনয়নর বাতিল হয়। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জনের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবমিলে ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে সকালে সিসিকের মেয়র পদে জমা দেওয়া ১১ জনের মধ্যে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া পাঁচ জনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাপার নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

সম্পর্কিত

Scroll to Top