২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১০১ রানেই শেষ লখনউ, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই

আইপিএল এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ১৮৩ রানের লক্ষ্যে এক পর্যায়ে লখনউর স্কোর ছিল ৬৯ রানে দুই উইকেট! সেখান থেকে ভুতুড়ে ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে ১০১ রানেই শেষ হয়েছে লখনউর ইনিংস। তাতে আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। আর ৮১ রানের বিশাল জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মুম্বাই।  সেখানে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। 

স্কোর: মুম্বাই ১৮২/৮
লখনউ ১৬.৩ ওভারে ১০১/১০
ফল: মুম্বাই ৮১ রানে জয়ী। 

শেষভাগে পড়া ৮ উইকেটের ৪টিই নিয়েছেন পেসার আকাশ মাধওয়াল। ৩.৩ ওভারে মাত্র ৫ রানে তার শিকার ৫ উইকেট।  যা তার ক্যারিয়ার সেরা। ফলে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। একটি করে নিয়েছেন ক্রিস জর্ডান ও পিযুশ চাওলা। আর তিনটি উইকেট পড়েছে দুর্ভাগ্যজনক রান আউটে! ব্যাট হাতে একমাত্র ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন মার্কাস স্টয়নিস। 

তার আগে চেন্নাইয়ে টস জিতে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। দুই ওপেনার ইশান কিশান (১৫) ও রোহিত শর্মা (১১) ঝড়ো শুরু এনে দিলেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তার পর ইনিংসটা এগিয়ে নেন মূলত ক্যামেরন গ্রিন। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪১ রান করেছেন। সঙ্গে সূর্যকুমার যাদবও খেলেছেন ২০ বলে ৩৩ রানের ইনিংস। মুম্বাইয়ের পরের ব্যাটাররা কার্যকরী ইনিংস উপহার দিলেও সেগুলো লম্বা ছিল না। তার পরেও বড় স্কোর পেতে তা অবদান রেখেছে। শেষটায় ঝড়ো গতিতে খেলে রান তুলতে ভূমিকা রাখেন নেহাল ওয়াধেরা। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করেন তিনি। 

লখনউর হয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন নবীন উল হক। ৩৪ রানে দুটি নেন যশ ঠাকুর।

সম্পর্কিত

Scroll to Top