২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে: নাছিম

আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, রক্তের প্রতিশোধ রক্তের বিনিময়ে নিতে চাই না আমরা। আমাদের মাতৃভূমি ধ্বংস হোক, সেটি আমরা চাই না। তবে খুনির দলেরা দেশকে ধ্বংস করতে চাইলে, মানুষের রক্ত ঝরাতে চাইলে আমরা বসে থাকবো না। তাদের উচিত শিক্ষা দেবো, যাতে তারা মানুষের কোনও ক্ষতি করতে না পারে।

বুধবার (২৪ মে) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার ওপর বিন্দুমাত্র আঘাত এলে দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের নিশ্চিহ্ন করে ফেলবো। শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সেজন্য বিএনপি-জামায়াতের একমাত্র শত্রুতে পরিণত হয়েছেন তিনি। তাদের মূল উদ্দেশ্য শেখ হাসিনাকে হত্যা করা।’

তারা দেশকে আবারও ৭৫ পরবর্তী সময়ে নিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দেশকে আবার অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। সেজন্য প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়। গত ৪২ বছর ধরে শেখ হাসিনাকে হত্যার জন্য নানা চক্রান্ত করছে তারা। শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল। ২৫ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের তুলনা করার সুযোগ নেই।’

স্মরণ সভায় বাহাউদ্দিন নাছিম বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মকবুল হোসেন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত সৈনিক। তিনি সবসময় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতেন। তিনি ছিলেন আপসহীন। কখনও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। সংসদ সদস্য হিসেবেও ধানমন্ডি, তেজগাঁও ও মোহাম্মদপুরের মানুষের কাছে অনেক জনপ্রিয় ছিলেন। কর্মময় জীবনের জন্য তিনি মনুষের মাঝে বেচে থাকবেন।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

সম্পর্কিত

Scroll to Top