২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নার্সিং ভর্তি পরীক্ষাকেন্দ্রে ক্যাম্পেইন নিষিদ্ধ

২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারির ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের চারপাশে একশ’ গজের মধ্যে সব ধরনের ক্যাম্পেইন নিষিদ্ধ করা হয়েছে। আগামী শুক্রবার (২৬ মে) এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

বুধবার (২৪ মে) নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব রাশিদা আক্তার সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশের ২০টি কেন্দ্রের ৬২টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন নার্স বা মিডওয়াইফের নির্ধারিত ড্রেস পড়া অবস্থায় কোনও পেশাজীবী বা পরীক্ষার্থী লিফলেট বিলি বা প্রচারকাজে অংশ নিতে পারবেন না

সম্পর্কিত

Scroll to Top