২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসির নতুন নীতিমালা: সংসদ নির্বাচনে কমবে ভোটকেন্দ্র

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনের নতুন নীতিমালা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ নীতিমালা চূড়ান্ত হয়। নতুন নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনে ইসির একচ্ছত্র ক্ষমতা খর্ব হচ্ছে। স্থানীয় প্রশাসন যুক্ত হচ্ছে ভোটকেন্দ্র নির্ধারণের সঙ্গে। নতুন নীতিমালায় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কমে আসবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির অনুমোদিত ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায়- ভোটকেন্দ্র কোন প্রতিষ্ঠানে হবে, তা নির্ধারণের ক্ষমতা রাজনীতিক, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। একইসঙ্গে আগের নির্বাচনের ভোটকেন্দ্র বহাল রাখার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের নেতৃত্বাধীন একটি কমিটি এই নীতিমালার খসড়া তৈরি করেছে।

চলতি বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সামনে রেখে এ নীতিমালা তৈরি করা হয়েছে। এ নীতিমালার আলোকে আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষমতা ইসির। এতদিন কমিশনের পক্ষে নির্বাচন কর্মকর্তারা ভোটকেন্দ্র নির্ধারণ করতেন। ইসি কর্মকর্তাদের নির্ধারিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ইসিতে পাঠানো হলে পরে তার গেজেট করা হতো। নতুন নীতিমালা কার্যকর হলে ইসির কর্মকর্তাদের ভোটকেন্দ্র নির্ধারণের একক ক্ষমতা থাকবে না। স্থানীয় প্রশাসনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে।

সম্পর্কিত

Scroll to Top