১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে শতাধিক জার্মান কর্মী বহিষ্কার

রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে কর্মরত জার্মানির শতাধিক কর্মীকে বহিষ্কার করছে মস্কো। আগামী মাসেই তারা রাশিয়া ছাড়ছেন বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়া জুন থেকে জার্মান কর্মী কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে বার্লিন। মস্কোয় জার্মানির বিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক গোথে ইনস্টিটিউটের কর্মীরা এতে অন্তর্ভূক্ত। কূটনীতিকদের বহিষ্কার এবং দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কের মধ্যেই এই পদক্ষেপ নিলো রাশিয়া।

গত মাসে, দুই দেশের দূতাবাসের ৪০ জন কর্মীকে ‘পারসোনা নন-গ্রাটা’ বা অপ্রত্যাশিত কূটনীতিক হিসেবে ঘোষণা দিয়ে বহিষ্কার করে মস্কো ও বার্লিন।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘একতরফা ও অন্যায় সিদ্ধান্তের ফলে মস্কোতে কূটনীতিক ও মধ্যস্থতাকারীদের ন্যূনতম উপস্থিতি নিশ্চিতের বিষয়ে উদ্বিগ্ন জার্মান সরকার।’

রাশিয়ার এই কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে, জার্মানিতে কর্মরত সর্বোচ্চ সংখ্যক রুশ নাগরিকের বিষয়ে ব্যবস্থা নেবে বলে ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে ওলফ শলৎজ সরকার।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। ২০২২ সালের মার্চে প্রায় ৪০ জন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিষ্কার করে বেশ কয়েকটি দেশ। সূত্র: বিবিসি

সম্পর্কিত

সর্বাধিক

Scroll to Top