২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইয়ের পাঁচ নাকি গুজরাটের টানা দ্বিতীয় শিরোপা?

শুরুর মতোই শেষ হতে চলেছে এবারের আইপিএল। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল এবারের আইপিএলের। রবিবার সেই ভেন্যুতেই শিরোপার জন্য লড়বে তারাই। চেন্নাইয়ের সামনে যৌথ সর্বোচ্চ পঞ্চম ট্রফি জয়ের সুযোগ। এরই মধ্যে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ফাইনালে উঠে ইতিহাস গড়া গুজরাটের সুযোগ শিরোপা নিজেদের কাছেই রেখে দেওয়ার।

মৌসুমের প্রথম লিগ ম্যাচে গুজরাট সহজ জয় পেয়েছিল। রুতুরাজ গায়কোয়াড় বাদে চেন্নাইয়ের হয়ে আর কেউ স্বাচ্ছন্দে ছিলেন না। পেসার তুষার দেশপান্ডে ৩.২ ওভারে দেন ৫১ রান। রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে ও শিবম দুবেকে ধুঁকতে হয়েছিল।

৬৯ ম্যাচ ও তিনটি প্লে অফ শেষে চেন্নাই নিজেদের বদলে ফেলেছে। এখন তারা অদম্য দল। প্রথম কোয়ালিফায়ারেই গুজরাটকে হারিয়ে সেই প্রমাণ দিয়েছে। আজিঙ্কা রাহানের ব্যাট জ্বলছে, তার স্ট্রাইক রেট প্রায় ২০০। দুবেও ভয়ডরহীন ব্যাট করছেন। তুষার প্রতি ওভারে প্রায় ১০ রান করে দিলেও তুলে নিয়েছেন ২১ উইকেট। দুই শ্রীলঙ্কান মাথিশা পাথিরানা ও মাহিশ ঠিকশানা চেন্নাইয়ের এই মৌসুমের শীর্ষ পাঁচ বোলারের মধ্যে আছেন।

সবশেষ ম্যাচে আগে ব্যাট করে ১৭২ রান করেও দারুণ বোলিং আর ফিল্ডিংয়ে ১৫ রানে জেতে চেন্নাই। চারবারের দেখায় ওটাই ছিল গুজরাটের বিপক্ষে তাদের প্রথম জয়। 

চলতি মৌসুমে রান তাড়ায় অনবদ্য ধারাবাহিকতা ধরে রাখা গুজরাট ওই হারের ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে শুবমান গিলের অবিশ্বাস্য ব্যাটিং ফিরিয়ে দিয়েছে দারুণ আত্মবিশ্বাস। গত চার ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছেন ডানহাতি ব্যাটার। 

চেন্নাইয়ের ব্যাটিংয়ের দুই স্তম্ভ কনওয়ে ও রুতুরাজ। তারা ভালো শুরু এনে দিলে দুবে ও রাহানের ওপর চাপ কমবে। তবে চেন্নাইয়ের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত টুর্নামেন্টের শীর্ষ দুই উইকেটশিকারি মোহাম্মদ শামি ও রশিদ খান। প্রথমে ব্যাটিংয়ে নামলে বড় সংগ্রহের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে।

দুই দলেরই ব্যাটে-বলে অগ্নিপরীক্ষা দিতে হবে। সেখানে কে পাস করে, সেটাই দেখার অপেক্ষা! ম্যাচ শুরু হবে রাত ৮টায়, সরাসরি দেখাবে বাংলাদেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

সম্পর্কিত

Scroll to Top