২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে ইউজার নেমের ব্যবস্থা আসছে

শিগগিরই ব্যবহারকারীদের জন্য ‘ইউজার নেম’-এর ব্যবস্থা করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এটা করলে ব্যবহারকারীদের একে অপরকে খোঁজার পদ্ধতিতে একটা পরিবর্তন আসবে অ্যাপটিতে। সম্প্রতি এমনই একটি প্রোফাইল আপডেটের কথা জানিয়েছে ডাব্লিউএবিটাইনফো’র সূত্রে সংবাদ মাধ্যম এনগেজেট।

সংবাদ মাধ্যমটি জানায়, হোয়াটসঅ্যাপ বেটার অ্যান্ড্রয়েড সংস্করণে সম্প্রতি আপডেটে ব্যবহারকারীদের কাছে থেকে ইউজার নেম চাওয়া হচ্ছে। তবে এই ইউজার নেমের অপশনটি ঠিক কীভাবে কাজ করবে সে সম্পর্কে এখনও খুব বিস্তারিত জানানো হয়নি বলে জানায় সংবাদমাধ্যমটি।

এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের প্রাইভেসিকে আরও এক ধাপ উন্নত করা হলো। অর্থাৎ ব্যবহারকারীরা নম্বর অথবা কিউআর কোড শেয়ার করার বদলে ইউজার নেম শেয়ারের মাধ্যমেই একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে। ইউজার নেমের ক্ষেত্রেও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর ব্যবস্থা থাকবে বলে জানায় এনগেজেট।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে বড় কিছু নতুন ফিচার আসছে। এর মধ্যে একটি রয়েছে মেসেজ পাঠাানোর পরে তা এডিট করা। ব্যবহারকারী মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত সময় পাবে তা এডিট করার জন্য। এছাড়া ‘চ্যাট লক’ নামে আরও একটি সুবিধা আসছে। এর মাধ্যমে নির্দিষ্ট কোনও চ্যাট অথবা কোনও গ্রুপ চ্যাটকে লক করে রাখা যাবে। সেই মেসেজগুলোতে ঢুকতে নির্দিষ্ট কোনও পাসওয়ার্ড অথবা বায়োমেট্রিক ব্যবহার করতে হবে। ইউজার নেমের সুবিধাটি কবে নাগাদ উন্মোচিত হবে তা এখনও জানানো হয়নি। আপাতত শুধু বেটা সংস্করণে এটি চলছে।

সম্পর্কিত

Scroll to Top