২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘শেফস বিয়ন্ড সিজন থ্রি’

একই ছাদের নিচে নানা পদের খাবার নিয়ে হয়ে গেল ২০ উদ্যোক্তার আয়োজন ‘শেফস বিয়ন্ড সিজন থ্রি।’ ধানমন্ডির মাইডাস সেন্টারে দুই দিনব্যাপী আয়োজনটি শুক্রবার (২৬ মে) শুরু হয়ে পরদিন শনিবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

উৎসবে গান গেয়েছেন দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ, সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং কাজী শুভ। আরও ছিল লাইভ কুকিং, মেহেদি কর্নার, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ নানান আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল উদ্যোক্তার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার কাউন্টার টেররিজম এবং ট্রান্সনেশনাল ক্রাইম ইউনিট সৈয়দ নাসিরুল্লাহ অভি, এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার লিগাল অ্যাফেয়ারস ঢাকা মেট্রোপলিটন মাহমুদা আফরোজ লাকি এবং লাইফ স্প্রিংয়ের চেয়ারম্যান ইয়াহিয়া আমিন। উপস্থাপনায় ছিলেন চ্যানেল আইয়ের হেড অব এসএমই প্রোগ্রাম ডিভিশন অপু মাহফুজ।

মোট পাচঁটি ক্যাটাগরিতে সাতজন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দ্য ইমপ্যাক্ট মেকার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তৃপ্তি ক্যাটারিং, স্য ইঞ্জিনিয়াস ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নিম্মিস কেকারি বাইট, দ্য এস্থেট ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছে গ্লাসে এবং সি বেকস, স্য রাইসিং স্টারে যৌথভাবে পেয়েছে মায়ের হাতের আচার এবং মাম্মাস কিচেন এবং স্য কনকিউয়ার পুরস্কার জিতেছে বেক এন টেক।

উল্লেখ্য, পপ অব কালার লিমিটেড একটি নারীভিত্তিক সংগঠন যেটি ২০১৪ সাল থেকে নারীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো এর মূল লক্ষ্য।

সম্পর্কিত

Scroll to Top