১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আনুশকার ‘কান লুক’

ফুটন্ত গোলাপের পাপড়ির আদলে সাজানো ছিল গাউনের উপরের অংশ। নিচের অংশজুড়ে ছিল বিডসের ভারী কাজ। লন্ডনের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রিচার্ড কুইন নকশা করেছেন চমৎকার এই গাউনের। পোশাকের সঙ্গে মানানসই হালকা কানের দুল ও হাতে চোখ ধাঁধানো আংটি- গয়না বলতে ছিল এতোটুকুই। চুল খোঁপা বেঁধেছিলেন উঁচু করে।

অনুষ্ঠান শেষে একটি পার্টিতে গোলাপি রঙের অফ শোল্ডার শাটিনের টপে দেখা যায় এই অভিনেত্রীকে। টপের সঙ্গে পরা কালো প্যান্টে ছিল চুমকির কারুকাজ।

বিউটি ব্র্যান্ড ‘লরিয়েল’-এর অন্যতম শুভেচ্ছাদূত হিসেবে আনুশকা শর্মা পা রাখেন কানের লাল গালিচায়। 

সম্পর্কিত

সর্বাধিক

Scroll to Top