২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ হচ্ছে ১২ দিনের উৎসব: স্বর্ণপাম নিয়ে চলছে গুঞ্জন

শেষ দিনে পা পড়লো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। এরমধ্যে ‘লা সিনেফ’ ও ‘আঁ সাঁর্তা রিগা’ বিভাগের ফল হাতে এলো উৎসবের ১০ম ও ১১তম দিনে। সবখানেই নারী নির্মাতাদের জয়জয়কার। দক্ষিণ ফ্রান্সের কানসৈকতে এখন জোর গুঞ্জন চলছে মূল প্রতিযোগিতা শাখা নিয়ে। অনেকেই বলাবলি করছেন, এই শাখাতেও বিচারকরা নারীদেরই জয়গান গাইবেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। এর মধ্য থেকে একটিকে স্বর্ণপাম জয়ী হিসেবে ঘোষণা করবেন প্রধান বিচারক রুবেন অস্টলান্ড।

কান উৎসবের আগের ৭৫টি আসরের ইতিহাসে মাত্র দুই নারী পরিচালক স্বর্ণপাম জিতেছেন। এবার মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে রেকর্ডসংখ্যক সাত নারী পরিচালকের কাজ। এগুলো হলো অস্ট্রিয়ার জেসিকা হাউজনার পরিচালিত ‘ক্লাব জিরো’, ইতালির আলিস রোরওয়াকারের ‘লা কিমেরা’, তিউনিসিয়ার কাউতার বেন হানিয়ার ‘ফোর ডটারস’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত পরিচালিত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ক্যাথেরিন ব্রেইয়াতের ‘লাস্ট সামার’, ইতালির ক্যাথরিন কোরসিনির ‘হোমকামিং’ এবং সেনেগালের বংশোদ্ভূত ফরাসি তরুণী রামাতা তুলাই সি’র প্রথম চলচ্চিত্র ‘ব্যানেল অ্যান্ড অ্যাদামা’। 

এরমধ্যে পালে ভবনের গুঞ্জনে রয়েছে ‘ক্লাব জিরো’ আর ‌‘অ্যানাটমি অব অ্যা ফল’ নামের ছবি দুটি।

তবে নারীদের পাশাপাশি স্বর্ণপাম জেতার গুঞ্জনে পিছিয়ে নেই পুরুষরাও। এরমধ্যে উৎসবের ১১তম দিন পর্যন্ত এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের নির্মাতা জনাথন গ্লেজারের ‌‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ফ্রান্সের জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব অ্যা ফল’, যুক্তরাজ্যের কেন লোচ নির্মিত ‘দ্য ওল্ড ওক’, অস্ট্রিয়ার জেসিকা হাউজনার ‘ক্লাব জিরো’ প্রভৃতি।

উৎসবের পর্দা নামার আগের দিন কান উৎসবের প্রেস রুমে একটি জরিপ চালায় বাংলা ট্রিবিউন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কান শহরে আসা বেশ ক’জন সংবাদকর্মীকে ভবিষ্যদ্বাণী করতে বলা হয় এবারের স্বর্ণপাম নিয়ে। এরমধ্যে ইতালির সাংবাদিক এলিসা জুদিসি বলেন, “এবারের স্বর্ণপাম নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। এবার অনেকেই মনে করছেন ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ স্বর্ণপাম পাবে। তবে আমার মন বলছে ‘ক্লাব জিরো’ পাবে এটি। এটা ঠিক এই ছবিটির বাইরে ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘লাস্ট সামার’ও আমার খুব ভালো লেগেছে। সবমিলিয়ে এবারের স্বর্ণপামের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে। চমকে দিতে পারেন যে কেউ। সেই অপেক্ষাতেই আছি।”

এদিকে ফিলিস্তিনি সাংবাদিক সেলিম আলবেক বলেন, “জার্মানির ভিম ভেন্ডার্স পরিচালিত ‘পারফেক্ট ডেজ’ আমার কাছে মাস্টারপিস মনে হরয়েছে। এটা যেন ছবির কবিতা। তবে ‘দ্য ওল্ড ওক’ ছবিটির কথাও শুনছি, যদিও সেটা দেখার সুযোগ পাইনি। কেন লোচের সিনেমা মানেই সমাজ বাস্তবতার দারুণ দৃশ্যপট। ফলে এই ছবিটিকেও তালিকায় রাখছি। আমার দেখা ছবির মধ্যে আরও ভালো লেগেছে ‘ফলেন লিভস’ ছবিটি।’’

প্যারিসের সাংবাদিক ক্যাথেরিন ইসক্রিভের মতে, ‘‘আমার দৃষ্টিতে ‘অ্যা ব্রাইটার টুমরো’ (নান্নি মোরেত্তি, ইতালি) দারুণ ছবি। এটি বর্তমান সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্মাণ।’’

অন্যদিকে ইংল্যান্ডের কনটেন্ট ক্রিয়েটর জুলিয়ান পালমার এগিয়ে রাখলেন তার দেশের নির্মাতা জনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবিটিকে। তার মতে, ‘জনাথন অসাধারণ বানিয়েছেন এটি। পরিচালকের মুন্সিয়ানায় নাৎসিদের ভয়বহতা অন্যরকমভাবে ফুটে উঠেছে এই ছবিতে। ফলে আমি চাইবো এবারের স্বর্ণপাম জনাথন গ্লেজারের হাতেই উঠুক।’’

এদিকে কান উৎসবকে ঘিরে প্রতাশিত বিশ্বখ্যাত সিনে ম্যাগাজিনগুলো স্বর্ণপাম নিয়ে জরিপ প্রকাশ করছে প্রতিদিন। বিশ্লেষকদের মতামতে তাতেও ঘুরে-ফিরে সবমিলিয়ে এগিয়ে আছে ‘ক্লাব জিরো’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ এবং ‘দ্য ওল্ড ওক’ ছবিগুলো।

জরিপ কিংবা ভবিষ্যদ্বাণীতে যাই আসুক না কেন, এবারের উৎসবে ঢুঁ মারা বেশিরভাগ মানুষই আগাম অনুমান করে রেখেছেন কোনও নারী নির্মাতার হাতেই উঠতে যাচ্ছে এবারের স্বর্ণপাম। কারণ, ৭৬তম আসরের শুরুটাই তো হলো ফরাসি অভিনেত্রী ক্যাথরিন দ্যুনোভকে দিয়ে, দাফতরিক পোস্টারের মাধ্যমে। তারই প্রতিচ্ছবি জুড়ে আছে ১২ দিনের উৎসবজুড়ে। 

সম্পর্কিত

Scroll to Top