রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, ‘ইতিহাসের অন্ধকার পক্ষকে’ সমর্থন দেওয়া থেকে সরে আসতে হবে তেহরানকে। তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি দেশটি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শনিবার (২৭ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘ইরানবিরোধী প্রচারণায় নেমেছেন জেলেনস্কি’।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্র সহ মিত্রদেশগুলো অভিযোগ করে আসছে, এই যুদ্ধে রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করছে ইরান। যা দিয়ে রাজধানী কিয়েভসহ বিভিন্ন জায়গার গুরত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে।
এ বিষয়ে জেলেনস্কি গত বুধবার ইরানকে উদ্দেশ্য করে ভাষণে বলেন, ‘রুশ সন্ত্রাসীদের সহযোগী হতে আপনাদের আগ্রহ কেন? এ ধরনের নিষ্ঠুর হত্যাকাণ্ডে ইরানের কী লাভ? রাশিয়ার হাতে আপনাদের অস্ত্র। এই অস্ত্র প্রতি রাতে ইউক্রেনীয়দের আতঙ্কিত করছে।’
জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের বিভ্রান্তিকর দাবির পুনরাবৃত্তি ইরানবিরোধী প্রচারণা।’
ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের মাটিতে হামলা চালানো হচ্ছে ইতোপূর্ব তার প্রমাণও হাজির করেছে কিয়েভ। কিন্তু ইউক্রেনে হামলার জন্য মস্কোকে কোনও সামরিক সহায়তায় দেয়নি বলে দাবি তেহরানের।
সূত্র: আল জাজিরা