২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ তুষারধস, মৃত্যু ১০

পাকিস্তানের গিলগিট-বেলুচিস্তান পর্বতে তুষারধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও ২৬ জন। আস্তোর জেলায় শনিবার (২৭ মে) এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের উপ-মহাপরিদর্শক তোফায়েল মির জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। যারা তুষারধসে আটকা পড়েছেন তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গিলগিট-বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশ্বে ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গের মধ্যে পাঁচটি এই অঞ্চলে অবস্থিত। পাকিস্তানে থাকা হিমবাহগুলোর মধ্যে প্রায়শই তুষারধসের খবর পাওয়া যায়। বিশেষ করে এই সময়ে এমন দুর্ঘটনা বেশি ঘটে। 

২০১২ সালে পাকিস্তানে ভয়াবহ তুষারধসে দেশটির ১২৯ সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। সূত্র: জিও নিউজ

সম্পর্কিত

Scroll to Top