২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুশীলনে না গিয়ে খারাপ লাগছে না সাফজয়ী কোচের

২০০৬ সাল থেকে বাফুফের অধীনে কোচ হিসেবে কাজ করে আসছেন গোলাম রব্বানী ছোটন। নারী দল নিয়ে যখন থেকে পুরোপুরি কাজ করছেন, তখন থেকে ফুরসত নেই বললেই চলে। মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও একের পর এক শিরোপা জিতেছে তার হাত ধরে। দীর্ঘদিন ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করানোটা অভ্যাসে পরিণত হয়েছিল ছোটনের। সেই তিনিই দুই দিন ধরে অনুশীলনের বাইরে। বাসায় সময় কাটাচ্ছেন। 

নারী দলের কোচ হিসেবে পদত্যাগের অপেক্ষায় ছোটন। বাফুফেকে পদত্যাগপত্র জমা দিয়ে ১ জুন থেকে নির্ভার থাকবেন। তবে এ নিয়ে তার কোনও আক্ষেপ নেই। নারী দল অনুশীলন করেছে আর ছোটন উপস্থিত থাকেননি, এমন দিন কমই দেখা গেছে। তবে ছোটনের খারাপ লাগছে না। 

বাংলা ট্রিবিউনকে সাফজয়ী কোচ বলেছেন, ‘আর জাতীয় দলে কোচিং করাবো না। এর জন্য দুই দিন ধরে যাচ্ছি না। আমাকে ছাড়া অনুশীলন চলছে। অনুশীলনে না গিয়ে খারাপ লাগছে না। আমি আসলে এখন মুক্ত। নির্ভার হয়ে কিছুদিন থাকতে চাই। পরিবার ও নিজেকে সময় দিতে চাইছি। কোচিং ছাড়া আপাতত রয়েছি। আমার খারাপ লাগছে না। ভালোই তো সময় কাটছে।’

অভিমান বা ক্ষোভ যাই থাকুন না কেন, ছোটন সেটা পরিষ্কার করে কিছু বলতে চাইছেন না। তবে নারী দলে তার অভাব অনুভূত হবে না বলে তিনি মনে করেন, ‘কারও জন্য জায়গা শূন্য থাকে না। কেউ না কেউ হাল ধরবেই। হাল ধরার মতো লোক তো আছেই। আশা করছি মেয়েরা সামনের দিকে আরও এগিয়ে যাবে।’

শোনা যাচ্ছে একটি ক্লাবে বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে যোগ দেওয়ার কথা। এমন কথা উঠতেই ছোটন বলেছেন, ‘আপাতত আমি বিশ্রামে থাকবো। নির্ভার হয়ে কিছু দিন সময় কাটাতে চাইছি। তারপর সিদ্ধান্ত নেবো কোথায় যাবো। যেহেতু কোচিং করাই। কোথাও না কোথাও তো করতে হবে। তবে তা এখনই না।’

সম্পর্কিত

Scroll to Top