আগামী ৩ জুন বিয়ে করতে যাচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, ৫ জুনের পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তারপরও তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হলো যশস্বী জয়সওয়াল।
আগামী ৭ জুন দ্য ওভালে হবে অস্ট্রেলিয়া ও ভারতের ফাইনাল। যুক্তরাজ্যের ভিসা থাকায় কয়েকদিনের মধ্যে জয়সওয়াল লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
সম্প্রতি ব্যাট হাতে দারুণ ফর্মে জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে পাঁচ হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ১৪ ইনিংসে করেছেন ৬২৫ রান। এখনও ভারতের হয়ে কোনও ফরম্যাটে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির রেকর্ড সমৃদ্ধ হওয়ায় তাকে দলে নেওয়া হয়েছে। ১৫ ম্যাচে ৯ সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন তিনি।
সবশেষ রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৪৫ গড়ে ৩১৫ রান জয়সওয়ালের। এরপর মধ্য প্রদেশের বিপক্ষে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে ইরানি ট্রফিতে খেলেছেন ২১৩ ও ১৪৪ রানের ইনিংস। এই প্রতিযোগিতার ইতিহাসে তার সম্মিলিত ৩৫৭ রানই সর্বোচ্চ।
এরই মধ্যে প্রথম ভাগে ভারতের একটি দল ফাইনাল খেলতে ইংল্যান্ডে গেছে, তাদের মধ্যে আছেন বিরাট কোহলিও।