৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের ফাইনালের স্কোয়াডে রুতুরাজের স্ট্যান্ডবাই জয়সওয়াল

আগামী ৩ জুন বিয়ে করতে যাচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, ৫ জুনের পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তারপরও তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হলো যশস্বী জয়সওয়াল।

আগামী ৭ জুন দ্য ওভালে হবে অস্ট্রেলিয়া ও ভারতের ফাইনাল। যুক্তরাজ্যের ভিসা থাকায় কয়েকদিনের মধ্যে জয়সওয়াল লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

সম্প্রতি ব্যাট হাতে দারুণ ফর্মে জয়সওয়াল। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে পাঁচ হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ১৪ ইনিংসে করেছেন ৬২৫ রান। এখনও ভারতের হয়ে কোনও ফরম্যাটে অভিষেক হয়নি। তবে প্রথম শ্রেণির রেকর্ড সমৃদ্ধ হওয়ায় তাকে দলে নেওয়া হয়েছে। ১৫ ম্যাচে ৯ সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন তিনি।

সবশেষ রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৪৫ গড়ে ৩১৫ রান জয়সওয়ালের। এরপর মধ্য প্রদেশের বিপক্ষে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে ইরানি ট্রফিতে খেলেছেন ২১৩ ও ১৪৪ রানের ইনিংস। এই প্রতিযোগিতার ইতিহাসে তার সম্মিলিত ৩৫৭ রানই সর্বোচ্চ।

এরই মধ্যে প্রথম ভাগে ভারতের একটি দল ফাইনাল খেলতে ইংল্যান্ডে গেছে, তাদের মধ্যে আছেন বিরাট কোহলিও।

সম্পর্কিত

Scroll to Top