গত বছরে নেপালে সাফ জিতে আসার পর থেকে অলস সময় কাটাচ্ছেন সাবিনা-সানজিদারা। এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। উল্টো মিয়ানমারে খেলার সুযোগ থাকলেও সেখানে যাওয়া হয়নি। এনিয়ে তাদের মধ্যে কম হতাশা কাজ করছে না। তবে আগামী জুলাইতে তাদের হতাশা কিছুটা হলেও দূর হতে পারে। মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
জুলাইয়ের ফিফা উইন্ডোতে মঙ্গোলিয়াতে গিয়ে ম্যাচ দুটি খেলার কথা বলছেন বাফুফে নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার কথা, ‘জুলাইতে আমরা মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবো। জানি ওই সময় ওদের ওখানে ঠাণ্ডা থাকবে। তারপরও আমরা চেয়েছিলাম ওরা যেন এখানে এসে খেলে যায়। কিন্তু ওরা আসতে চাইছে না। তাই আমরা সেখানে গিয়ে দুটি ম্যাচ খেলবো।’
আগে সিঙ্গাপুরে গিয়ে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়। এবার অবশ্য ম্যাচ বাতিল হবে না বলে কিরণের বিশ্বাস, ‘আগে চেষ্টা করেছিলাম কিন্তু সিঙ্গাপুর গিয়ে খেলা হয়নি। এবার জুলাইয়ের ফিফা উইন্ডোটা আমরা মিস করতে চাইছি না।’


